‘কাশ্মীর সমস্যার সমাধানেই সম্পর্ক ভালো হবে ভারত-পাকিস্তানের’

  19-03-2018 03:44PM


পিএনএস ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি স্থাপন তখনই সম্ভব যখন কাশ্মীর ইস্যুর সমাধান হবে, রবিবার এমনই বক্তব্য পেশ করলেন ইন্টার-সার্ভিস পাবলিক রিলেসনস-এর ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল আসিফ গফুর বাজওয়া৷

সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি জানান, কাশ্মীর সমস্যা থেকে শুরু করে দুই দেশের মধ্যে অন্যান্য সমস্যার সমাধান হওয়া খুবই প্রয়োজনীয়৷ তিনি আরও জানান যে, দেশের মধ্যে থাকা সন্ত্রাসবাদীদের নির্মূল করেছে পাক সেনা, এছাড়াও হাক্কানি নেটওয়ার্ক সহ অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধেও কাজ চলছে৷

বাজওয়ার মতে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ৭৫,০০০ পাকিস্তানি৷ রাষ্ট্রের ক্ষতি হয়েছে ১২৩ বিলিয়ন ইউএসডি৷ তবে তিনি এও স্পষ্ট করে দিয়েছে দুই দেশের সম্পর্কের উন্নতি সম্ভব কাশ্মীর সমস্যার সমাধান হলে৷সূত্র: kolkata24x7

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন