ইরাকে নিখোঁজ ৩৯ ভারতীয় মারা গেছেন: সুষমা

  20-03-2018 02:54PM


পিএনএস ডেস্ক: ২০১৪ সালে ইরাকে নিখোঁজ হয়েছিলেন ৪০ জন ভারতীয়। পরে জানা যায়, তারা আইএস(ইসলামিক স্টেট)জঙ্গিদের হাতে অপহৃত হয়েছেন। অপহৃতদের মধ্যে ৩৯ জন মারা গেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ একথা জানিয়েছেন৷ মঙ্গলবার রাজ্যসভায় তিনি একথা জানান। নিহতদের স্মরণে রাজ্যসভায় দু'মিনিট নীরবতা পালন করা হয়৷

সুষমা স্বরাজ জানান, নিহতদের ডিএনএ পরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হয় ভারত সরকার৷

তিনি বলেন, 'ডিএনএ পরীক্ষার জন্য ৩৯টি মরদেহ বাগদাদে পাঠানো হয়েছিল৷ গতকাল সেই পরীক্ষার রিপোর্ট আসে৷ ৩৮জনের ডিএনএ তাদের পরিবারের ডিএনএ-র সঙ্গে মিলে গেছে৷ একজনের ৭০ শতাংশ ডিএনএ মিলেছে৷'

সুষমা জানান, মৃতদেহগুলি ভারতে ফিরিয়ে আনার পর বিশেষ বিমানে অমৃতসর, পাটনা ও পশ্চিমবঙ্গে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

প্রসঙ্গত, ২০১৪ সালের জুন মাসে আইএস জঙ্গিদের হাতে অপহৃত হন ৪০ জন ভারতীয়৷ গত বছর ভারত সরকার জানায়, অপহৃতরা সকলে মসুলের এক জেলে বন্দি রয়েছেন৷ তবে, অপহৃতদের একজন পালিয়ে ভারতে ফিরে আসেন৷ তিনি দাবি করেন, নিখোঁজ ভারতীয়দের আইএস জঙ্গিরা খুন করেছে৷ কিন্তু ভারত সরকার প্রথমে তা মানতে চায়নি৷ অবশেষে মঙ্গলবার ডিএনএ রিপোর্ট পাওয়ার পর সরকার মেনে নেয় নিখোঁজ ভারতীয়রা সকলে মৃত৷ সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন