সৌদী যুবরাজকে স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  21-03-2018 03:41PM


পিএনএস ডেস্ক: হোয়াইট হাউজে সৌদী যুবরাজ মোহামেদ বিন সালমানকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। দুই নেতার মধ্যে সাক্ষাৎ ও মতবিনিময় হয়েছে।

সম্প্রতি সৌদী আরব ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সালমানের এই যুক্তরাষ্ট্র সফর বলে অনেকে বলছেন।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান এই বৈঠকের মধ্যে দিয়ে ইরান ঐ অঞ্চলকে অস্থিতীল করার যে প্রয়াস চালাচ্ছে তা নিরসনের নানা উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরিই সৌদী আরবের পক্ষ নিয়েছেন। MBS নামে পরিচিতি সৌদি যুবরাজ এ বিষয়ে সর্বোচ্চ সুবিধা নেবেন বলে ধারণা করছেন সবাই।

সিবিএসের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে যুবরাজ ইরানের নেতাকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন ইরান পারমানবিক অস্ত্র বানালে সৌদী আরব তার নায্য বিচার চাইবে। তিনি বলেন, সৌদী আরব পারমানবিক বোমা বানাতে চায় না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন