'বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল, একাত্তরেই দখলে নেয়ার দরকার ছিলো'

  22-03-2018 12:09PM

পিএনএস ডেস্ক:ফের বাংলাদেশকে নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যে ক্ষমতাসীন বিজেপির বিধায়ক হোজাই শিলাদিত্য দেব। সোমবার নাগাঁও শহরে স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল। এ কারণে দশকের পর দশক ধরে আসামে মুসলমানদের ঢল মোকাবিলা করতে হচ্ছে।’

শুধু একথা বলেই থেমে থাকেননি তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, ‘১৯৭১ সালে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন সৃষ্ট বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে ইন্দিরা গান্ধী ও তাঁর কংগ্রেস সরকার বড় ভুল করেছিলেন। ওই সময়ই বাংলাদেশকে ভারতের অংশ করে নেয়া হলে ভুলের মাশুলটা আদায় হতো’ এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যও করেছেন তিনি।

শিলাদিত্যের এমন বিতর্কিত বক্তব্যের সত্যতা জানতে ‘টাইমস অব ইন্ডিয়া’র পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তখনও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেছেন, ‘আসাম রাজ্যের জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত প্রতিবেশী দেশটি থেকে আগত মুসলিমরাই দায়ী।’

‘বাংলাদেশ সৃষ্টি না হলে আসামে এ ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টিই হতো না’ এ ধরণের প্রতিহিংসামূলক মন্তব্যও করেছেন তিনি। এছাড়া ইউটিউবে খুঁজে পাওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আসামের ক্রমবর্ধমান অপরাধ ও সমস্যার জন্য তিনি বারবার বাংলাদেশ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষদের অভিযোগের তীরে বিদ্ধ করছেন। টাইমস অব ইন্ডিয়া।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন