এবার ট্রাম্পের প্রধান আইনজীবী জন ডাওডের পদত্যাগ

  23-03-2018 08:39AM


পিএনএস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংযোগ নিয়ে কাজ করা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডাওড পদত্যাগ করেছেন। খবর বিবিসির

এক বিবৃতিতে জন ডাওড বলেন, আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসি এবং তার প্রতি শুভকামনা রইল।

তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, হোয়াইট হাউসের স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের বিষয়ে তদন্ত শেষ হওয়া উচিত।

জন ডাওডের পদত্যাগ নিয়ে প্রেসিডেন্টের কাউন্সিল জে সেকুলো বলেন, জন ডাওড আমাদের বন্ধু ও আইনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তার অনুপস্থিতিতেও আমরা প্রেসিডেন্টের হয়ে লড়াই চালিয়ে যাব।

রুশ সংযোগ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প মুখোমুখি হবেন কি না তা নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিল তার আইনজীবীদল।

আর এই দলের নেতৃত্বে ছিলেন জন ডাওড। এখন এই দলের নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

তবে চলতি সপ্তাহে তার দলের জন্য ওয়াশিংটনের অ্যাটর্নি জোসেফ ডিজেনোভাকে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিয়োগ পেয়েই তিনি বলেছিলেন, ট্রাম্পকে এফবিআই ও বিচার বিভাগের কর্মকর্তারা ফাঁসিয়েছেন।

ধারণা করা হচ্ছে, জোসেফ ডিজেনোভা জন ডাওডের স্থলাভিষিক্ত হবেন।

পদত্যাগের বিষয়ে ৭৭ বছর বয়সী জন ডাওড আরও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেশ অব্যাহতভাবে অবজ্ঞা করে আসছিলেন।

তবে মার্কিন গণমাধ্যম এও খবর দিয়েছে, স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারকে সামলাতে প্রেসিডেন্ট ট্রাম্প জন ডাওডের সক্ষমতার ওপর আর আস্থা রাখতে পারছিলেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন