দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  23-03-2018 01:48PM


পিএনএস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট লি মায়াং-ব্যাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ান কোর্ট এ পরোয়ানা জারি করে।

তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন বেসরকারি কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন।

কোর্টের এই নির্দেশের কারণে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ২০ দিন আগেই তাকে আটক করা যাবে।

অভিযোগে বলা হয়, লি নিজস্ব গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের থেকে মোট ১১ বিলিয়ন উন (উন- দ. কোরিয় মুদ্রার নাম) ঘুষ গ্রহণ করেন। এছাড়াও সাবেক এই প্রেসিডেন্ট ৩৫ বিলিয়ন অবৈধ উনকে বৈধ দেখাতে কিছু প্রাইভেট কোম্পানিকে মাধ্যম হিসেবে ব্যবহার করেন।

লি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্ষমতা শেষ হবার কয়েক দিনের মধ্যে অথবা ক্ষমতা শেষের কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ার প্রায় সব প্রেসিডেন্টই বিভিন্ন কেলেঙ্কারি বা নানা রকম সমস্যায় জড়িয়ে পড়েন।

লি’র রক্ষণশীল উত্তরসূরী পার্ক জিউন-হাই কে তার কার্যালয় থেকে অপসারণ করে গত বছর আলাদা একটি দুর্নীতির মামলায় তাকে জেলে পাঠানো হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন