ভিয়েতনামে বহুতল ভবনে আগুন : ১৩ জনের মৃত্যু

  23-03-2018 03:38PM



পিএনএস ডেস্ক: ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে শুক্রবার অগ্নিকাণ্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো অনেকে দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

কারিনা প্লাজা নামের এ বহুতল ভবনের নিচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যায়।

নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন, ‘ওই ভবন থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা ধোয়ায় দম বন্ধ হয়ে মারা যায়। এতে আরো অনেকে দগ্ধ হয়েছে।

তিনি জানান, কর্মকর্তারা অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানতে পারেনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন