ফ্রান্সে বন্দুকধারীর গুলিতে নিহত ১, জিম্মি অনেকে

  23-03-2018 06:54PM

পিএনএস ডেস্ক : ফ্রান্সের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে মার্কেটটিতে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মার্কেটটি ঘিরে রেখেছে।

শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক কারকাসোন শহরের একটি সুপারমার্কেটে এই ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এই ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন।

ঘটনাটিকে ‘গুরুতর’ উল্লেখ করে প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপ বলেছেন, ঘটনাস্থলে ছুটে গেছে নিরাপত্তা বাহিনী। জিম্মি সংকট অবসানে অভিযানের প্রস্তুতিও নিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারী নিজেকে ইসলামিক স্টেটের (আইএস) অনুগত বলে চিৎকার করছে এবং ‘সিরিয়ায় হামলার প্রতিশোধ’ বলে স্লোগান দিচ্ছেন।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন