নাইটি পরলে গুণতে হবে বিশাল অংকের জরিমানা

  25-03-2018 08:37AM

পিএনএস ডেস্ক:নাইটি পরলে জরিমানা পাঁচশো টাকা। ভাবছেন এই যুগে এমন নিয়ম কোন দেশে? না এটা আফগানিস্তানের কোনও তালিবানি শাসিত এলাকার ঘটনা নয়।

নাইটি পরায় নিষেধাজ্ঞা! না আফগানিস্তানের কোনও তালিবানি শাসিত এলাকার ঘটনা নয়। এমনই আজব ফতোয়া দেয়ার ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। তবে এই নিয়ম কেন করা হয়েছে তা জানলে আরো অবাক হতে হয়।

মুম্বাইয়ের গথিভালীকে গ্রাম এমনটি দেখা যায়। এখানে নারীদের নাইটি পরার উপর ফতোয়া জারি করেছে ‘ইন্দ্রয়ানী মহিলা মণ্ডল’ নামে এক মহিলা সমিতি। পাশাপাশি নাইটি পরলে জরিমানাও ধার্য করা হয়েছে।

নাইটি পরলে নাকি মেয়েদের আরও কামোত্তেজক লাগে। ফলে সহজেই প্রলুব্ধ হতে পারে পুরুষ। আর ধর্ষিতা হতে পারেন নাইটি পরিহিতা নারী!

‘ইন্দ্রয়ানী মহিলা মণ্ডল’-এর সদস্যদের বক্তব্য, চারপাশে যে হারে ধর্ষণ বেড়ে যাচ্ছে, তা দেখে আতঙ্কিত হয়েই নাইটির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কিন্তু মহিলা সমিতির এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন গ্রামেরই মহিলারা। পুলিশের বক্তব্য, কোনো গ্রাম পঞ্চায়েত বা সমিতি এভাবে আইনত নিষেধাজ্ঞা জারি করতে পারে না। তাই গ্রামের নোটিস বোর্ড থেকে নোটিসটা খুলে ফেলেছি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন