ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায় সৌদি যুবরাজ

  25-03-2018 10:33AM

পিএনএস ডেস্ক:সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করতে চায় রিয়াদ। পাশাপাশি সৌদি আরবের ইউরেনিয়াম রিজার্ভ নিয়ে গর্বও প্রকাশ করেছেন তিনি। পরমাণু বোমা বানানোর হুমকি দেয়ার কয়েকদিনের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জনের অভিপ্রায়ের কথা জানালেন সৌদি যুবরাজ।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের সাথে আলাপের সময় এসব কথা বলেন তিনি। মোহাম্মাদ বিন সালমান দাবি করেন, বিশ্বের ইউরেনিয়ামের পাঁচ শতাংশ রিজার্ভ রয়েছে সৌদি আরবে। এ ইউরেনিয়াম যদি সৌদি আরব ব্যবহার না করে তাহলে দেশটি যেন তেল সম্পদের ব্যবহারই বন্ধ করে দিল।

আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে ১৬টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। বিন সালমান বলেন, বিদেশ থেকে ইউরেনিয়াম কেনার বদলে পরমাণু চুল্লিতে নিজের ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি আরব। এ ক্ষেত্রে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করাই রিয়াদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে।

এর আগে, গত রোববার মার্কিন টিভি চ্যানেল সিবিএসকে দেয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে তার জবাবে সৌদি আরবও দ্রুত পরমাণু বোমা বানাবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন