স্বামী বাড়ি থাকবে না ১৭ দিন, তাই গৃহবধূর নম্বর এসকর্ট সাইটে

  25-03-2018 11:22AM

পিএনএস ডেস্ক:আমার স্বামী ১৭ দিনের জন্য বাড়ির বাইরে গেছেন, এই ১৭ দিন ধরে আমি এক রয়েছি; এসকর্ট সাইটে এক নারীর মোবাইল ফোন নম্বর ও ছবি দিয়ে এমন কথা লিখেছিলেন এক কিশোর। এরপর তার ওই নম্বরে প্রচুর ফোন আসতে শুরু করে। তবে শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে রেহাই পেয়েছেন ওই নারী। ভারতের গুজরাতের আহমেদাবাদে ঘটেছে এমন ঘটনা।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, ওই নারী সম্প্রতি পুলিশে অভিযোগ করেন, তার ফোন নম্বর এসকর্ট ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রথম ফোনটি আসে কয়েকদিন আগে। ফোনে এক ব্যক্তি তাঁর সঙ্গে আপত্তিজনক কথা বলছিলেন। কিন্তু তিনি তোয়াক্কা করেননি। পরে ফোনের পরিমাণ আরও বাড়তে থাকে।

ওই নারীর অভিযোগ, প্রায় ১৫ হাজার ফোন আসে তার কাছে। সেইসঙ্গে প্রচুর অশালীন মেসেজেও আসতে থাকে। শুধু এদেশই নয়, বাইরের দেশ থেকেও তার কাছে ফোন আসে।

এর পরেই নড়চড়ে বসে পুলিশ। তদন্তে নেমে এক কিশোরকে গ্রেফতার করে। সেই কিশোর ওই নারীর পাড়াতেই থাকে বলে জানা গেছে। কোনোভাবে ওই নারীর নম্বর সংগ্রহ করে এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করছে পুলিশ।

তবে কেন সে এই কাজ করেছে তা এখনও জানা যায়নি। সূত্র: এবেলা

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন