যুক্তরাষ্ট্র-তাইওয়ানকে সতর্ক করে চীনের মহড়া

  17-04-2018 04:29PM

পিএনএস ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর দেশগুলো নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত। চলছে পাল্টাপাল্টি হুমকি আর ভয়ঙ্করসব মহড়া। তারই জের ধরে এবার যুক্তরাষ্ট্র ও তাইওয়ানকে কড়া বার্তা দিচ্ছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান প্রণালীতে বুধবার গোলাবর্ষণ মহড়ার নির্দেশ দিয়েছেন।

ধারণা করা হচ্ছে, তাইওয়ানের সঙ্গে মার্কিন সম্পর্ককে চ্যালেঞ্জ জানাতেই প্রেসিডেন্ট শি জিনপিং এই নির্দেশ দিয়েছেন। চীনের নৌবাহিনী গোলাবর্ষণ মহড়া চালাবে বলে জানা গেছে।

অন্যদিকে, তাইওয়ানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে নিজেদের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো গোলাবর্ষণের এই মহড়া আয়োজন করতে যাচ্ছে বেইজিং।
সূত্র: সিএনএন

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন