উ. কোরিয়ার ওপর আস্থা নেই জাপানের

  21-04-2018 01:47PM


পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধের প্রতিশ্রুতিতে সন্তুষ্ট হতে পারছে না জাপান। শনিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইৎসুনোরি ওনোদেরা একথা জানিয়ে বলেছেন, টোকিও পিয়ংইয়ংয়ের ওপর সর্বোচ্চ চাপ অব্যহত রাখবে। খবর এএফপি’র।

ওয়াশিংটনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের আরো বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে বসে থাকতে পারি না।’

ইৎসুনোরি বলেন, পিয়ংইয়ং পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের মতো গণবিধ্বংসী মরণাস্ত্র চূড়ান্তভাবে পরিত্যাগ না করা পর্যন্ত জাপান তাদের ওপর চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসবে না।

উত্তর কোরীয় নেতা কিম জং উন শনিবার এক ঘোষণায় বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়াকে স্বাগত জানানোর অংশ হিসেবে তার দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বন্ধ রাখবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন