লোভ ও হিংসা সমাজকে বিভাজিত করে ফেলে: কাবা শরীফের ইমাম

  22-04-2018 09:04AM


পিএনএস ডেস্ক: মক্কার কাবা শরীফের ইমাম শেখ সাউদ বিন ইব্রাহিম আল-শুরাইম একে অন্যকে সহযোগিতা করতে বলেছেন। কারণ আল্লাহ্ সমাজে শান্তি প্রতিষ্ঠায় একতার উপর জোর দিয়েছেন। খবর আরব নিউজের।

গত শুক্রবার তিনি বলেন, একটি সমাজ অর্থনৈতিকভাবে যতই উন্নত হোক না কেন যদি নৈতিক দিক দিয়ে উন্নত না হতে পারে তবে সমাজে কোনো সুফল বয়ে আনবে না, যখন একটি সমাজে লোভ ও হিংসা ঢুকে যায় তখন মানুষকে বিভাজিত করে তোলে আর যখন পরিবারে ঢুকে যায় তখন বন্ধুত্যপূর্ণ সম্পর্ক শত্রুতায় পরিণত হয়।

তিনি বলেন, লোভ দুর্নীতিতে উৎসাহ দেয় এবং একজন দুর্নীতিবাজ আরেকজন ব্যক্তিকেও পাপ করতে উৎসাহ দেয়। ইসলাম সকলের প্রতি সমান অধিকার নিশ্চিতের কথা বলে।

তিনি আরো বলেন, যা শুনবে তা যেন বিশ্বাস করার পূর্বে যাচাই বাছাই করা হয়।

মাদীনা শরীফের ইমাম শেখ আব্দুল্লাহ্ আল বুআইজান বলেছেন, শাবান মাসে কিছু রোজা রাখা অতি উত্তম। এ মাস রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। রমজানকে শ্রেষ্ঠ ইবাদত বলেও বর্ণনা করেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন