এন্ড্রু ব্রানসনকে ফেরত চাওয়ার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন: যুক্তরাষ্ট্রকে এরদোগান

  22-04-2018 10:35AM


পিএনএস ডেস্ক: ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তুরস্কে আটক যুক্তরাষ্ট্রের নাগরিক এন্ড্রু ব্রানসনকে ফেরত চাওয়ার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এন্ড্রু ব্রানসনকে ফেরত চাওয়ার আগে ফেতুল্লাহ গুলেনকে নিয়ে আপনাদের পদক্ষেপ স্মরণ করুন।

এন্ড্রু ব্রানসন গত দুই দশকেরও বেশি সময় ধরে তুরস্কে বসবাস করছে, ২০১৬ সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করে ৩৫ বছরের সাজা দেয় তুরস্ক সরকার। আটক করার পর থেকেই যুক্তরাষ্ট্র তাকে ফেরত নেওয়ার দাবি জানিয়ে আসছে।

অন্যদিকে ওই অভ্যুত্থানের সাথে জড়িত থাকার অভিযোগে ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ফেতুল্লাহ গুলেনকে বারবার তুরস্কে ফেরত চাওয়ার পরও যুক্তরাষ্ট্র ফেরত দিচ্ছে না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন