ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথি

  23-04-2018 08:32PM

পিএনএস ডেস্ক : লন্ডনের সেন্ট মেরিজ হাসপাতালে সকাল ছয়টার দিকে রাজকুমার উইলিয়ামের স্ত্রী ক্যাথরিন প্রসব বেদনা নিয়ে ভর্তি হন। দুপুরের দিকে তিনি পুত্র সন্তান জন্ম দেন।

এটি রাজকুমার উইলিয়াম এবং 'ডাচেস অব কেমব্রিজ' উপাধি পাওয়া ক্যাথরিন দম্পতির তৃতীয় সন্তান। তাদের ঘরে আরো একটি ছেলে ও মেয়ে রয়েছে। বাবা-মা কেউই আগে থেকে তাদের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানতেন না।

নবজাতক হবে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারীদের তালিকার পাঁচ নম্বরে।তার উপাধি আগে থেকেই ঠিক করা হয়েছে- প্রিন্স অব কেমব্রিজ বা কেমব্রিজের রাজপুত্র।সদ্যজাত এই রাজপুত্রের নাম কী হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে।

বেটিং কোম্পানীগুলো সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে জুয়া ধরার জন্য মানুষজনকে উৎসাহিত করছিলো - মেয়ে হলে মেরি, এ্যালিস, আলেক্সান্দ্রা, এলিজাবেথ, ভিক্টোরিয়া, এবং ছেলে হলে - আর্থার, আলবার্ট, ফ্রেডেরিক, জেমস এবং ফিলিপ। সূত্র: বিবিসি বাংলা

পিএনএস/জে এ/মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন