নির্মমভাবে হত্যা করা হয়েছে তিন ছাত্রকে

  24-04-2018 12:20PM


পিএনএস ডেস্ক: মেক্সিকোতে নিখোঁজ তিন ছাত্রকে সম্ভবত অপহরণের পর নির্যাতন করে মেরে ফেলে লাশগুলোকে এসিড দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। পাঁচ সপ্তাহ আগে তারা নিখোঁজ হয়। মামলার তদন্ত কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন।

হতভাগ্য ছাত্ররা হলো সালোমোন আসিভেস গাস্টেলুম (২৫), ড্যানিয়েল ডিয়েজ (২০) ও মার্র্কো আভালোস (২০)।

চলচ্চিত্র বিভাগের এ ছাত্ররা গত ১৯ মার্চ নিখোঁজ হয়। তারা একটি চলচ্চিত্রের কাজের জন্য গুয়াদালাজারার বাইরে গিয়েছিল। তারা সেখান থেকে ফেরার সময় অপহৃত হয়। তারা মেক্সিকোর দ্বিতীয় বৃহত্তম এ নগরীতে অবস্থিত ইউনিভার্সিটি অব অডিওভিজুয়াল মিডিয়ার ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীররা জানান, ছয় থেকে আটজনের একটি দল এ তিন ছাত্রকে তাদের গাড়ি থেকে জোর করে নামিয়ে আনে এবং অপর একটি গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়।

এ ঘটনায় তাদের সহপাঠীরা ব্যাপক বিক্ষোভ করে। অস্কার বিজয়ী পরিচালক গিলার্মো ডেল টোরো ও আলফোন্সো কুয়ারোনের মতো ব্যক্তিরা তাদের এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। সূত্র: এএফপি

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন