পরমাণু অস্ত্রে চীন-ভারতকেও ছাড়িয়ে যাবে পাকিস্তান!

  26-04-2018 08:41AM


পিএনএস ডেস্ক: খুব তাড়াতাড়ি তৃতীয় সর্বোচ্চ পারমাণবিক অস্ত্রের মজুতকারী দেশে পরিণত হতে চলেছে পাকিস্তান৷ এমনই মত যুদ্ধ বিশেষজ্ঞ ও রাজনৈতিক সম্পর্ক বিশেষজ্ঞ জোসেফ ভি মিকালেফ। তার বক্তব্য অনুযায়ী, ভারত, চীন, ফ্রান্স, ব্রিটেনকেও ছাড়িয়ে যাবে পাকিস্তান। কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পেছনে থাকবে পাকিস্তান।

ওয়াশিংটনের যুদ্ধ সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি.কমে প্রকাশিত এক প্রতিবেদনে তিনি দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র মজুতের পাশাপাশি স্বল্পপাল্লার (৫ থেকে ১০ কিলোমিটার) যুদ্ধাস্ত্র নিজেদের ঝুলিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এর ফলে ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই বিশেষজ্ঞ।

এতে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন স্থানের সশস্ত্র ইসলামি উগ্রবাদী সংগঠনগুলোর হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছে যেতে পারে বলে প্রকাশিত প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি অব্যাহত রেখেছে জানিয়ে মিকালেফ বলেন, এঅ বিষয়েই তিনি সবচেয়ে বেশি উদ্বিগ্ন৷ গোপনে আর অবৈধভাবে গত ৪৮ বছর ধরে দেশটি পারমাণবিক ভাণ্ডারে অস্ত্র মজুত করেছে বলে জানিয়েছেন তিনি৷ মিকালেফের মতে, ১৯৭১ থেকে ২০১৬ সালের মধ্যে ইসলামাবাদ নিজেদের পারমাণবিক অস্ত্রের উন্নতি ঘটিয়েছে। প্লুটোনিয়াম ও সমৃদ্ধ ইউরেনিয়ামভিত্তিক অস্ত্র এর মধ্যে রয়েছে বলেও জানান তিনি।

মিকালেফের ধারণা, পাকিস্তানের চারটি প্লুটোনিয়াম উৎপাদন রি-এক্টর ও তিনটি প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাতকরণের প্লান্ট রয়েছে। এছাড়া দেশটি গ্যাসভিত্তিক ইউরেনিয়াম ব্যবহার করে উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদন করে বলেও জানান তিনি।

বিভিন্ন গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে মিকালেফ লিখেছেন, বর্তমানে পাকিস্তানের কাছে ১৪০ থেকে ১৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু মনে করা হচ্ছে, দেশটির কাছে ৩ থেকে ৪ হাজার কিলোগ্রাম ইউরেনিয়াম ও দুই শ' থেকে তিন শ' গ্রাম প্লুটোনিয়াম রয়েছে। এসব উপাদান ব্যবহার করে আরো দুই থেকে আড়াই শ’টি অস্ত্র তৈরি সম্ভব বলেও জানান তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন