ভোটপর্ব শেষে রাজনৈতিক বলি এক ব্যক্তি

  15-05-2018 05:26PM

পিএনএস ডেস্ক : ত্রিস্তরীয় ভোট শেষ হতে না হতেই ফের রাজনৈতিক হিংসার বলি হলেন এক ব্যক্তি৷ নিহতের নাম খোকন বৈদ্য(৩৮)৷ ঘটনাটি ঘটেছে ভারেতর দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজার থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের দাদপুরে৷

জানা গিয়েছে, সোমবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন নির্দল প্রার্থীর অনুগামী খোকন৷ অভিযোগ তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা অপহরণ করে৷ তারপরই ভোট পর্ব শেষ হলে দাদপুর এলাকার স্থানীয় এক তৃণমূল নেতা আজাদ আলি গায়েনর বাড়ির উঠান থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় খোকন বৈদ্যর দেহ৷ এই ঘটনায় তৃণমূল নেতা আজাদ আলি গায়েন সহ মোট তিনজনকে আটক করেছে মন্দিরবাজার থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে৷

এলাকাবাসীর অভিযোগ, একদা তৃণমূল কর্মী খোকন বৈদ্য এবার ভোটে নির্দল প্রার্থীর সমর্থনে এলাকায় ভোটের কাজকর্ম করেছিলেন৷ সেই কারনেই স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত সদস্য আজাদ আলি গায়েনের বিরাগ ভাজন হয়েছিলেন৷ আর তার জেরেই এদিন সকালে ভোটগ্রহণ কেন্দ্রের সামনে থেকে তাকে তুলে এনে গুলি করে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন