এবার জেরুজালেমে গুয়াতেমালার দূতাবাস

  17-05-2018 07:00AM

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনিদের প্রচণ্ড বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রের পর জেরুজালেমে নিজেদের দূতাবাস সরিয়ে নিল গুয়াতেমালা। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিবাদে উপেক্ষা করে বুধবার দ্বিতীয় দেশ হিসেবে জেরুজালেমে দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে দূতাবাস সরিয়ে আনল গুয়াতেমালা। খবর আলজাজিরার।

১৯৪৮ সালের ১৫ মে আরব-ইসরাইল যুদ্ধ চলাকালে ইসরাইল প্রতিষ্ঠার পর সাত লাখেরও বেশি ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেতে বহিষ্কার করে ইসরাইল। ওই দিনটিকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পালন করে আসছে।

দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে গুয়াতেমালার প্রেসিডেন্টের সঙ্গে সস্ত্রীক উপস্থিত ছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এদিকে সোমবার মার্কিন দূতাবাস স্থানান্তরের দিন ইসরাইলি সেনাদের নির্বিচার গুলিতে ৬২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুই হাজার ফিলিস্তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন