ইসরাইলি রাষ্ট্রদূতের বহিষ্কার চাইলেন ডাবলিনের মেয়র

  18-05-2018 12:21PM


পিএনএস ডেস্ক: গাজায় নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬২ জন নিহতের ঘটনায় ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে আইরিশ সরকারকে আহ্বান জানিয়েছেন ডাবলিনের মেয়র।

বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বুধবার ফিলিস্তিনি শহীদদের উদ্দেশে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে মেয়র মিশেল ম্যাক ডোনাচা বলেন, ‘আমি মনে করি, ফিলিস্তিনের জনগণের জন্য ডাবলিনের জনগণ অসাধারণ সহানুভূতি রয়েছে এবং একই সঙ্গে ইসরাইলি সরকারের কর্মকাণ্ডে ডাবলিনের জনগণ অনেক বেশি ক্ষুব্ধ।’

ইসরাইলের রাষ্ট্রদূতকে ডাবলিন থেকে বহিষ্কার করা উচিত কি না, সে সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি যে এটি অবশ্যই উচিৎ এবং এটাই ছিল শহর কাউন্সিলের অবস্থান।’

অনুষ্ঠানে ফিলিস্তিনি রাষ্ট্রদূত আহমাদ আব্দেলরাজও যোগদান করেন।

বুধবার মধ্যাহ্নের পর মেনসন হাউসে শহীদদের জন্য একটি শোক বই খোলা হয়। এতে শতাধিক লোক তাদের সমবেদনা প্রকাশ করে মন্তব্য লিখে ফিলিস্তিনি রাষ্ট্রদূত আব্দেলরাজ জানান, ফিলিস্তিনি জনগণের প্রতি আইরিশ জনগণের ‘একাত্মতা’ এবং ‘সহানুভূতি’ তাকে অভিভূত করেছে।

ইসরাইলের ‘ইউরোভিশন’ বয়কটের জন্য আহ্বান
এদিকে, আগামী বছরের ইসরাইলের ‘ইউরোভিশন সঙ কনটেস্ট’ বয়কটের জন্য আহ্বান জানানো হয়েছে। যেটি আইরিশ সমর্থকদের নিয়ে ইসরাইলে অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র: আনাদুলো এজেন্সি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন