‘পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো বিশ্বকে হুমকি দিচ্ছে’

  22-05-2018 02:31PM


পিএনএস ডেস্ক: পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ‘বিশ্বকে হুমকি’ দিচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

সোমবার পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের আনুমানিক সংখ্য উল্লেখ করে এরদোগান বলেন, ‘বিশ্বব্যাপী ১৫ হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র বর্তমানে বিশ্বের জন্য হুমকি তৈরি করছে।’

উল্লেখ্য, এসব অস্ত্রের বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলে রয়েছে।

তিনি আরো বলেন, ‘কেন পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ইরানকে হুমকি দিচ্ছে? যদি আমরা ন্যায়পরায়ণ হতে পারি, ন্যায়ের পথ দেখাতে পারি, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পরমাণু অস্ত্রধারী দেশগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা থাকবে না।’

এরদোগান বলেন, ইসরাইলের সুস্পষ্ট রেফারেন্সে মধ্যপ্রাচ্যের সব পারমাণবিক অস্ত্র ধ্বংসের চেষ্টা চলছে। উদ্দেশ্য এই অঞ্চলে ইসরাইলেকে একমাত্র পারমাণবিক দেশ হিসেবে প্রতিষ্ঠা করা।

২০১৫ সালের ইরানের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের জন্য তিনি ট্রাম্পেরও সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এবং ছয়টি প্রধান শক্তির মধ্যে সম্পাদিত চুক্তি থেকে ১০ দিন আগে তার দেশকে প্রত্যাহার করে নেয়। এই চুক্তির মাধ্যমে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রমকে সীমিত রাখতে সম্মত হয়েছিল। ট্রাম্প এই নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করার নির্দেশ দিয়েছেন। সূত্র: রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন