দেহদান করে দিলেন তসলিমা নাসরিন!

  23-05-2018 02:20AM

পিএনএস ডেস্ক: আজীবন মানবতার পক্ষে সংগ্রাম করে যাওয়া প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন আরও একটি মানবিক কাজ করলেন। মানবতার কল্যাণের স্বার্থে মরণোত্তর দেহদান করলেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লির আনসারী নগরে অবস্থিত এইমস হাসপাতালে তিনি নিজের এই দেহদানের দালিলিক কাজ সম্পন্ন করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, 'মরণোত্তর দেহ দান করেছিলাম কলকাতা মেডিক্যাল কলেজে, ২০০৫ সালে। কিন্তু কলকাতার দরজা তো আমার জন্য বন্ধ। অগত্যা এইমস হাসপাতালেই মরণোত্তর দেহ দানের ব্যবস্থা করলাম।'

উল্লেখ্য, বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকাকে পশ্চিমবঙ্গ থেকে চলে যেতে বাধ্য করে রাজ্যটির মৌলবাদী গোষ্ঠী। তাই সেখানে আর কখনো ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত। কিন্তু মরণোত্তর দেহদান তিনি করবেনই। তার মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো অন্য কারও জীবন বাঁচাবে। এর দ্বারা নতুন কোনো গবেষণার সুযোগ পাবেন বিজ্ঞানীরা। তাই দিল্লিতেই কাজটি দ্বিতীয়বারের মতো সমাধা করলেন তসলিমা।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন