ইসরাইলের চোখ এখন তুরস্কের দিকে!

  23-05-2018 02:58AM

পিএনএস ডেস্ক: তুরস্ক ইসরাইলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের সাবেক এ্যাডমিরাল সনার পোলাত।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়ানি শাফাককে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সনার পোলাত বলেন, সিরিয়ায় ইসরাইলের অগ্রগতি মানে তারা তুরস্কের কাছাকাছি চলে আসা। তিনি বলেন, সিরিয়ায় পিকেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়া ও তুরস্কের বিজয় ফিলিস্তিনি এবং জেরুজালেমকে অবশ্যই প্রভাবিত করছে। এজন্য তুরস্ক ইসরাইলের চূড়ান্ত টার্গেটে পরিণত হয়েছে।

তুরস্কের সামরিক বাহিনীর এই বিশেষজ্ঞ বলেন, ইসরাইল যেভাবে তার সামরিক কৌশল ঠিক করছে, আঞ্চলিক স্থাপনাগুলো যেভাবে সাজাচ্ছে তাকে পরিষ্কার বুঝা যাচ্ছে তারা তুরস্ককে টার্গেট করেছে। তিনি বলেন, ইসরাইল, সৌদি আরব, আরব আমিরাত এবং মিশর যে জোট করেছে তা শুধু তাদের জনগণের জন্য হুমকি নয়, বরং মানবতার জন্য হুমকি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন