তুরস্কের ২০১৬ সালে অভ্যুত্থান অভিযোগে ১০৪ সেনা সদস্যের যাবজ্জীবন

  23-05-2018 05:31AM

পিএনএস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরুদ্ধে ২০১৬ সালে অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১০৪ সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এরদোগানের বিরুদ্ধে ওই অভ্যুত্থানে জড়িত ২০৮ সাবেক সেনা সদস্যকে ইজমিরের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে।

২০৮ জনের মধ্যে ১০৪ সাবেক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর ৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ জুলাইয়ের ওই ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কমপক্ষে ২৬০ জন নিহত এবং আরো ২ হাজার ২শ মানুষ আহত হয়।

সূত্র: বিবিসি

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন