ভারত যোগ দিচ্ছে পাকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে

  23-05-2018 09:15AM


পিএনএস ডেস্ক: সাংহাই সহযোগিতা সংস্থার উদ্যোগে পাকিস্তানে একটি সন্ত্রাসবাদ-বিরোধী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ভারত এতে প্রতিনিধিদল পাঠাচ্ছে।

তিন দিনব্যাপী সন্ত্রাসবাদ-বিরোধী লিগ্যাল এক্সপার্ট বৈঠক আগামীকাল শুরু হবে এবং ভারতের প্রতিনিধেদলের যোগ দেয়ার ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভারতের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান।

এর আগে পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা থাকলেও ভারত তাতে যোগ দেয় নি। ফলে সার্কের সম্মেলন স্থগিত অবস্থায় রয়েছে এবং সংস্থাটি এখন কার্যত অচল।

এছাড়া, দীর্ঘদিন ধরে সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি এবং বহু হতাহতের ঘটনা ঘটেছে। এসব নিয়ে দু দেশের মধ্যে টানাপড়েন রয়েছে।

পাকিস্তান ২০১৭ সালের জুন মাসে সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছে এবং এই প্রথম দেশটি এ ধরনের কোনো সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন