বিরাটের চ্যালেঞ্জকে স্বাগতম জানালেন মোদী

  24-05-2018 02:27PM

পিএনএস ডেস্ক:সোশাল মিডিয়াতে বিভিন্ন সময় সেলেবরা নানান গেম খেলে থাকেন৷ গেমের অংশ হিসেবে একে অপরকে চ্যালেঞ্জ জানিয়ে থাকেন তাঁরা৷ বুধবার এইরকমই একটি ‘ফিটনেস চ্যালেঞ্জ’ প্রধানমন্দ্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ বৃহস্পতিবার টুইটারে সেই ‘ফিটনেস চ্যালেঞ্জ’ গ্রহণ করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

‘মেন ইন ব্লু’র অধিনায়কের চ্যালেঞ্জের প্রত্যুত্তরে বৃহস্পতিবার টুইট করে নরেন্দ্র মোদী জানান তিনি খুব শ্রীঘই নিজের ফিটনেস চ্যালেঞ্জ ভিডিও টুইটারে প্রকাশ করবেন৷ টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘চ্যালেঞ্জ নিলাম বিরাট৷ আমি আমার ফিটনেস চ্যালেঞ্জ ভিডিও খুব তাড়াতাড়ি টুইটারে শেয়ার করব৷’ বেশ কিছুদিন আগে সোশাল মিডিয়াতে এইভাবেই সেলেবদের নমিনেট করে ‘স্বচ্ছ ভারত অভিযান’ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিষয়টি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়েছিল সোশাল মিডিয়াতে৷

টুইটারে এই ফিটনেস চ্যালেঞ্জও শুরু করেছেন মোদী সরকারের এক মন্ত্রী৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তথা অলিম্পিক রুপোজয়ী শুটার রাজ্যবর্ধন সিং রাঠোর টুইটারে ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন বিরাট কোহলি, সাইনা নেহওয়াল ও হৃত্বিক রোশনের দিকে৷ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে বিরাট কোহলি নতুন করে ফিটনেস চ্যালেঞ্জ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ তবে একা প্রধানমন্ত্রীকেই নয়, বিরাট চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন স্ত্রী আনুষ্কা শর্মা এবং ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধেনির দিকেও৷

টুইটারে নিজের ফিটনেস ট্রেনিংয়ের একটি ভিডিও পোস্ট করে কোহলি লেখেন, ‘আমি রাজ্যবর্ধন সিং রাঠোর স্যারের ফিটনেস চ্যালেঞ্জ গ্রহণ করেছি৷ এখন আমি একই চ্যালেঞ্জ জানাচ্ছি আমার স্ত্রী আনুষ্কা শর্মা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি এবং এমএস ধোনি ভাইকে৷

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন