দুই রুশ প্রাঙ্কস্টার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে বোকা বানাল

  25-05-2018 11:53AM


পিএনএস ডেস্ক: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে বোকা বানিয়েছে রাশিয়ার দুই প্রাঙ্কস্টার। তাদের মধ্যে একজন আরমেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিয়ান সেজে বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ফোন কলের কথা স্বীকার করেছে।

গত সপ্তাহে ১৮ মিনিট ধরে তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে। এই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে ব্রিটেনের ভাবনা এবং সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপালের ওপর বিষ প্রয়োগে ব্রিটেন কী পদক্ষেপ নেবে তা জানতে চায়।

এসময় বরিস জনসন তার মতামত ব্যক্ত করেন। এছাড়া ইরান এবং সিরিয়া নিয়েও তারা আলাপ করে। অ্যালেক্স স্টলিয়ারভ ও ভ্লাদিমির কুজনেটসভ নামের দুই প্রাঙ্কস্টার ফোনালাপের অডিও প্রকাশ করেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন