`ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায়'

  27-05-2018 08:01AM

পিএনএস ডেস্ক: ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস কারো নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

জেনারেল হাতামি শুক্রবার (২৫ মে) দক্ষিণ-পশ্চিম ইরানের দেজফুল শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, সব ধরনের সামরিক সরঞ্জাম নির্মাণে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের জনগণ ইরানি জনগণের পাশে রয়েছে।

আমেরিকা, ইসরাইল ও তাদের মিত্ররা ছাড়া ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো শত্রু নেই বলে উল্লেখ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষা শক্তির ওপর ভর করে ইরান বিশ্বব্যাপী সম্মান অর্জন করেছে বলে উল্লেখ করেন জেনারেল হাতামি।

তিনি বলেন, ইমাম খোমেনি (রহ.)’র প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় শত্রুর যেকোনো আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন