যুক্তরাষ্ট্রে ইফতারে শূকরের মাংস না দেয়ার নির্দেশ আদালতের

  27-05-2018 10:50AM


পিএনএস ডেস্ক: পবিত্র রমজান মাসে কারাগারে মুসলিম বন্দিরা রোজা রাখছেন। তাই ইফতারের সময় তাদের শূকরের মাংস দিতে নিষেধ করেছেন আদালত।

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অধীনে থাকা সব কারাকর্তৃপক্ষকে গত শুক্রবার এ আদেশ দেন আদালত।

আদেশে বিচারক বলেন, মুসলিম বন্দিদের পবিত্র রমজান মাসজুড়ে ইফতারের সময় শূকরের মাংসমুক্ত ও পুষ্টিসমৃদ্ধ খাবার সরবরাহ করতে হবে।

জানা গেছে, আলাস্কার অ্যাঙ্করেজ কারেকশনাল কমপ্লেক্সে মূলত শূকরের মাংস ও চর্বি দিয়ে রান্না করা খাবার বন্দিদের মাঝে সরবরাহ করা হয়ে থাকে।

সেখানে বন্দি থাকা কয়েকজন মুসলমান রোজা পালন করছেন। তারা কারাকর্তৃপক্ষের কাছে হালাল খাদ্য প্রদানের দাবি জানান। কিন্তু এতে কোনো সাড়া দেয়া হচ্ছিল না।

পরে মার্কিন মুসলমানদের স্বেচ্ছাসেবী সংগঠন কাউন্সিল অন আমেরিকান মুসলিম রিলেশন্সের (কেয়ার) পক্ষ থেকে মুসলিম বন্দিদের শূকরের মাংস পরিবেশন না করতে আদালতে আবেদন জানানো হয়।

এ আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত মুসলিম বন্দিদের শূকরের মাংস ও চর্বিমুক্ত খাবার সরবরাহের নির্দেশ দেন বলে জানান কেয়ারের ন্যাশনাল লিটিগেশন ডিরেক্টর লিনা মাশ্রি।

তিনি জানান, এখন থেকে মুসলমান বন্দিরা আর শূকরের মাংস খেতে বাধ্য থাকবেন না। বিশেষ করে রমজান মাসে তাদের হালাল খাদ্যই সরবরাহ করতে হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন