দুই নেতা সংবাদ সম্মেলনে যা বললেন

  12-06-2018 02:21PM

পিএনএস ডেস্ক: "আমরা নিশ্চিতভাবে অত্যন্ত গঠনমূলক ও খুবই সফল একটি আলোচনা সম্পন্ন করতে পারবো। এটি আমার জন্য সম্মানের এবং আমি নিশ্চিত যে আমাদের মধ্যে চমৎকার সুসম্পর্ক তৈরী হবে।"

কিম জং-উন: "এখানে আসা আমার জন্য সহজ ছিল না। আমাদের অতীতের বিশ্বাস ও ধ্যানধারণা এগিয়ে যাওয়ার পথে বাধা হিসেবে কাজ করেছে। কিন্তু সেসব প্রতিবন্ধকতা কাটিয়েই আমরা আজ এপর্যন্ত এসেছি।"

এদিকে বৈঠক বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। তিনিই এ বৈঠক আয়োজনে মূল ভূমিকা রেখেছেন। মুন বলেছেন, গত রাতে ঘুমাতে পারিনি।

বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানায়, এই প্রথম উত্তর কোরিয়ার শীর্ষ নেতা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে কোনো বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত এক মাসের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ সকালে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উনের মধ্যকার বৈঠকটি সিঙ্গাপুরের স্যান্টোসা দ্বীপের বিলাসবহুল ক্যাপেল্লা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট মুন বলেন, ‘আশা করি, দুই নেতার বৈঠক সফল হবে এবং নতুন এক অধ্যায়ের সূচনা হবে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন