কাশ্মীরে শীর্ষস্থানীয় দৈনিকের সাংবাদিককে গুলি করে হত্যা

  15-06-2018 03:11PM

পিএনএস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শীর্ষস্থানীয় দৈনিকের সাংবাদিক এবং সম্পাদক সুজাত বুখারী আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় শ্রীনগরে নিজের অফিসের বাইরেই গুলিবিদ্ধ হন সুজাত এবং তাঁর দেহরক্ষী। পরে হাসপাতালে যাওয়ার পর চিকিৎসকরা সুজাত এবং তাঁর দেহরক্ষীকে মৃত ঘোষণা করেন। আরো এক দেহরক্ষীর অবস্থা গুরুতর।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, লাল চকের প্রেসক্লাবের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন ‘রাইজিং কাশ্মির’পত্রিকার প্রধান সম্পাদক সুজাত। এ সময় আচমকা বন্দুকধারীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।

কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও পুলিশের ধারণা জঙ্গিরা এই হামলা চালিয়েছে।

অপ্রত্যাশিত এই মৃত্যুতে শোক জানিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, সাহসী এবং নির্ভীক সাংবাদিক ছিলেন সুজাত বুখারি।

সুজাত বুখারি ভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’র প্রতিবেদক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন