ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ

  17-06-2018 10:33PM

পিএনএস ডেস্ক :ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। রবিবার সন্ধ্যা নাগাদ ভূমিকম্প অনুভূত হয়ে বলে জানা গিয়েছে।

রিখটার স্কেলে ভূকম্পের মাত্রা ছিল ৪.৭। সূত্রের খবর অনুযায়ী, এই ভূকম্পের কেন্দ্রস্থল ছিল সিকিম।

আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভূকম্প অনুভুত হয়। ভূমিকম্পের মাত্রা তীব্র না হওয়ায় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

ভূমিকম্পের ফলে যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকাগুলিতে। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়ে মানুষ। ভিড় জনবহুল জায়গা ছেড়ে ফাঁকা জায়গায় জড়ো হয় মানুষ। তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর না মেলায় ফিরেছে স্বস্তি। সাধারণত ভূমিকম্পের পরে আফটারশক দেখা যায়। তাতেও ক্ষয়ক্ষতি হয়। তবে এবারে যেহেতু খুব জোরালো ভূমিকম্প হয়নি তাই অযথা আতঙ্কে না ভোগার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন