ইন্দোনেশিয়ার ধর্মযাজকের মৃত্যুদণ্ড

  22-06-2018 12:50PM

পিএনএস ডেস্ক : ইন্দোনেশিয়ায় এক ধর্মযাজককে ২০১৬ সালে জাকার্তায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আত্মঘাতী ওই বোমা হামলায় চার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

আবুর রাহমান (৪৬) নামের ওই ধর্মযাজক ২০১০ সাল থেকে জেলে ছিলেন। জেলে থেকেই তিনি হামলার পরিকল্পনা করেন বলে আদালতে জানানো হয়।

জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেটের প্রতি প্রকাশ্যে নিজের সমর্থনের কথা ঘোষণা করেছিলেন তিনি। স্থানীয় একটি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত ছিলেন আবুর রাহমান। সূত্র: বিবিসি

পিএনএস/জে এ /

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন