তুর্কিরা কার পক্ষে রায় দিচ্ছেন?

  24-06-2018 10:44PM


পিএনএস ডেস্ক: তুরস্কের ইতিহাসে সবচেয়ে কঠিন ও সম্ভবত সবেচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে আজ। বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে দ্বিতীয় মেয়াদে আরো পাঁচ বছরের জন্য ক্ষমতা দেয়া হবে কিনা সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন দেশটির ভোটাররা।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।

নির্বাচনে এরদোগান জয়লাভ করলে তিনি ব্যাপক ক্ষমতার অধিকারী হবেন, যেটি সমালোচকরা বলছেন যে এটি গণতান্ত্রিক শাসনকে দুর্বল করবে।

যাইহোক, এরদোগানকে বামপন্থী রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) মুহাররেম ইনসকে মোকাবেলা করতে হবে। নির্বাচনে তিনি এরদোগানের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িছেন।

২০১৬ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর থেকে তুরস্কের জরুরি অবস্থা জারি রয়েছে।

এই নির্বাচন মূলত ২০১৯ সালের নভেম্বর অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল কিন্তু এরদোগান এক ঘোষণায় তা এগিয়ে আনেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন