এরদোগানের বিজয় ভাষণের প্রস্তুতি

  25-06-2018 12:53AM


পিএনএস ডেস্ক: তুরস্কে নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোগান পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর তার সমর্থকদের উদ্দেশ্যে এক বিজয় ভাষণের প্রস্তুতি নিচ্ছেন।

অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই বিজয় ভাষণ দিবেন যা তা সমর্থকেরা শোনার জন্য অধির আগ্রহে অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন একে পার্টির মূখপাত্র মাহির উনাল।

এদিকে তুরস্কে নির্বাচনে রিসেপ তাইয়্যেপ এরদোগান পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম তাকে অভিনন্দন জানিয়েছে হাঙ্গেরী।

এছাড়াও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় রিসেপ তাইয়্যেব এরদোগানকে তিনি এই অভিনন্দন জানান। নির্বাচনি ফলাফলকে তুরস্কের গণতান্ত্রিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় বলেও উল্লেখ করেন।

এছাড়াও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা অভিনন্দন জানানো অব্যাহত রেখেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন