কারখানায় বিস্ফোরণে চীনে নিহত ১৯

  13-07-2018 12:53PM


পিএনএস ডেস্ক: দূর প্রাচ্যের দেশ চীনে একটি শিল্প কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ নিহত এবং ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির সিচুয়ান প্রদেশের শিল্প পার্কে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি বলেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণে আগুন লেগে গেলে শুক্রবার ভোরে তা নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী।

জিয়াংয়েন জেলার কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ইবিন হেংডা টেকনোলজি পরিচালিত একটি রাসায়নিক কারখানায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সিনহুয়া বলছে, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে ২০১৫ সালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জনের মৃত্যু হয়। সূত্র: সিনহুয়া, বিবিসি, রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন