রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে নওয়াজ শরীফকে

  14-07-2018 12:07PM

পিএনএস ডেস্ক : গতকাল শুক্রবার রাতে লন্ডন থেকে দেশে ফিরেই লাহোর বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ। নওয়াজ শরীফকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। আদিয়ালায় একটি গেস্ট হাউজকে সাব জেল ঘোষণা করে সেখানে মরিয়মকে রাখা হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার রাতে গ্রেপ্তারের পরেই নওয়াজ শরীফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজকে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে পাঞ্জাবের রাওয়ালপিন্ডির আদিয়ালায় নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার লাহোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। সেখানে অতিরিক্ত ১০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একইসাথে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গত সপ্তাহে পাকিস্তানের একটি আদালত নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়মকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে। নওয়াজকে ১০ বছর ও মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: দ্য ডন, জিও নিউজ

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন