‘অক্টোপাস’ বললেন যাকে এরদোগান

  16-07-2018 07:33PM

পিএনএস ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার ভাষায় বলেছেন, তার দেশ অক্টোপাসের হাত ভেঙে দিয়েছে। অক্টোপাস বলতে তিনি মূলত আমেরিকায় নির্বাসনে থাকা ফতেউল্লাহ গুলেনকে বুঝিয়েছেন।

তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিশাল সমাবেশে দেয়া বক্তৃতায় এরদোগান এসব কথা বলেন। ইস্তাম্বুল ব্রিজে অনুষ্ঠিত এ সমাবেশে লাখ লাখ মানুষ যোগ দেয়। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের একদল সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালায়। সে সময় এরদোগান অবকাশযাপনে ছিলেন কিন্তু জনগণ সে অভ্যুত্থান ব্যর্থ করে দেয়। ওই ঘটনায় ২৯০ ব্যক্তি নিহত হয়েছিল।

এ ঘটনার জন্য আমেরিকায় নির্বাসনে থাকা গুলেনকে দায়ী করে আসছেন এরদোগান। এছাড়া, গুলেনকে ফেরত দেয়ার জন্য এরদোগান আমেরিকার কাছে অনুরোধ করেছে। কিন্তু গুলেন সবসময় অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। আমেরিকাও গুলেনকে ফেরত দেয় নি।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন