প্রবল বর্ষণে ভারতে ১১ জনের মৃত্যু

  17-07-2018 11:29AM


পিএনএস ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে প্রচন্ড বর্ষণে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

রাজ্যের কোঝিকোদি, মালাপ্পুরম ও কোল্লাম জেলা থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, ‘কোল্লামে প্রবল বর্ষণজনিত কারণে তিনজনের মৃত্যু হয়েছে। বর্ষণের কারণে কোঝিকেদি জেলায় দু’জন ও মালাপ্পুরম জেলায় দু’জন মারা গেছে।’

এ তিন জেলার পাশাপাশি অপর পাঁচ জেলায় প্রবল বর্ষণ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এসব জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাতের কারণে এসব জেলায় ট্রেন ও সড়ক পথে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এদিকে আবহাওয়া কর্মকর্তা জানান, পরবর্তী ২৪ ঘণ্টা আরো দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়া বিভাগ সকলকে সতর্ক করে দিয়েছে। মঙ্গলবার ও বুধবার আরো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন