যেকোনো হুমকি মোকাবেলার জন্য ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত

  18-07-2018 04:48PM

পিএনএস ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আজ (বুধবার) তেহরানে প্রতিরক্ষা শিল্পের এক প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি এ কথা বলেছেন।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সশস্ত্র বাহিনী নানা ধরনের উপায়-উপকরণ নিয়ে শত্রুদের আগ্রাসন মোকাবেলা করতে সক্ষম। অর্থনৈতিক ক্ষেত্রে শত্রুদের ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ইরান সরকার জনগণের সহযোগিতায় শত্রুদের ষড়যন্ত্রের বড় অংশই নস্যাৎ করতে সক্ষম হয়েছে। অতীতের মতো এবারও শত্রুরা পুরোপুরি ব্যর্থ হবে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি আরও বলেন, প্রতিরক্ষা শিল্পে ইরান বিশ্বের অগ্রগামী দেশগুলোর অন্যতম। সামরিক বাহিনীর চাহিদা অনুযায়ী অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

ইরান এর আগে ঘোষণা করেছে, সমরাস্ত্র উৎপাদনে দেশটি স্বনির্ভরতা অর্জন করেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন