ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ ব্রিটিশ

  19-07-2018 03:30PM

পিএনএস ডেস্ক : পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়া সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গড়ার বিষয়ে ব্রিটেন প্রতিশ্রুতিবদ্ধ। তেহরানে ব্রিটিশ দূতাবাসের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের পরিচালক কিথ ওয়েলিংস একথা বলেছেন।

ইরানের বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, ব্রিটিশ সরকার ও ইউরোপীয় মিত্ররা অবস্থান সুস্পষ্ট করেছে যে, তারা ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, “ইরান ও ব্রিটেনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা অব্যাহত রাখার বিষয়ে আমরা খুবই আগ্রহী।”

কিথ ওয়েলিংস বলেন, “আমরা স্বীকার করি যে, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা সরে যাওয়ার কারণে এর গতি বদলে গেছে কিন্তু ইরানের সঙ্গে ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চলছে; কিছুই পরিবর্তন হয় নি।”

তিনি বলেন, আমেরিকার পক্ষ থেকে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কারণে অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে কিন্তু ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক করার প্রতি সমর্থন দিয়ে যাবে ব্রিটেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক প্রতিষ্ঠা করা ব্রিটেনের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন