ভারতে চুলকানি চোর!

  22-07-2018 03:52PM


পিএনএস ডেস্ক: ভারতের প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে ক্রমেই বেড়ে চলেছে অপরাধের নানান ঘটনা। এর মধ্যে রাস্তায় চলাচল করা মানুষের ব্যাগ ছিনতাই বা মোবাইল-টাকা-পয়সা লুঠ যেমন রয়েছে, তেমনই উপদ্রব বেড়েছে ‘চুলকানি চোর’-দের। নাম শুনলে আবাক লাগলেও, এদের হাতসাফাইয়ের ধরণ জানলে চমকাতে হয়।

এই নয়া চোরের দলের চুরির কায়দা খুবই সহজ। রাস্তায় মানুষ চলতে দেখলেই তাদের গায়ে আঁঠালো কোনো জিনিস এরা ছুঁড়ে দেয়। সেই জিনিস গায়ে লাগতেই প্রবল চুলকানি শুরু হয়ে যায় নিশানায় থাকা ব্যক্তিটির। তখনই চোরের দলের লোকজন এসে তাকে চুলকানির জায়গায় পানি দেয়ার পরামর্শ দেয়। আর ব্যক্তিটি যখন চুলকানি যন্ত্রণা আর পানি নিয়ে ব্যস্ত তখনই চোরের দল ফাঁকেতালে লুঠে নেয় টাকা-পয়সা।

এ ধরণের চোরেদের নিশানায় থাকছেন তারাই, যাদের ব্যাঙ্কে যাতায়াত বেশি থাকে। এই চোরারে ব্যাঙ্কে যাওয়া গ্রাহকদের সম্পর্কে গোপনে তথ্য নিয়ে নেয়। বিশেষ করে যাদের গোল্প লোন থাকে, চোরদের নিশানায় তারাই প্রধান লক্ষ্য হয়ে যান।

এই ঘরানার সাম্প্রতিক ঘটনাটি হয়েছে বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিতে। সেখানে একজনের কাছ থেকে লুঠ হয়েছে দেড় লাখ টাকা। কেঙ্গারিতে লুঠ হয়েছে সোনার গয়না। ঘটনার অভিযোগ পেয়ে ময়দানে নেমেছে বেঙ্গালুরু পুলিশ।

পুলিশ বলছে, এই একই ধরণের ঘটনা হায়দরাবাদ, ভদ্রাবতী, কোলার, চিত্রদূর্গ, তামিলনাড়ুর বিভিন্ন অংশে ঘটে চলেছে। এর নেপথ্যে কোনো বড় গ্যাং কাজ করছে বলে মনে করা হচ্ছে। কারণ সবক’টি জায়গাতেই অপরাধীদের হাতসাফাইয়ের ধরন এক। আর এই হাতসাফাইয়ের ধরন দেখেই গ্যাংয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সূত্র: ওয়ান ইন্ডিয়া

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন