ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১৪০ বার বিমান হামলা চালিয়েছে ইসরাইল!

  10-08-2018 04:49PM

পিএনএস ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ১৪০ দফা বিমান হামলা চালিয়েছে ইসরাইল। তেল আবিবের এই বর্বরতার কারণে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা জোরদার হচ্ছে।

ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে বলেছে, তারা গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরাইল তার ভাষায় দাবি করেছে, গাজা থেকে ১৫০টির বেশি রকেট ছোঁড়ার পর তারা পাল্টা হামলা চালিয়েছে। গাজা থেকে ছোঁড়া রকেটের মধ্যে ২৫টিকে তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে ভূপাতিত করেছে।

হামাস হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, মঙ্গলবার তাদের দুই যোদ্ধা ইসরাইলি ট্যাংকের গোলায় শহীদ হওয়ার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালায়। হামাস বলছে, ইসরাইলি হামলা বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি ছিল এবং এখন তা পূর্ণ হয়েছে।

এদিকে, ইসরাইলি হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস ও ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরাইলকে থামানোর জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন