মার্কিন এয়ারপোর্ট থেকে বিমান চুরি

  11-08-2018 12:31PM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের একটি এয়াপোর্ট থেকে একটি ‘বিমান চুরি’র ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। অবশ্য বিমানটি ওই বিমান বন্দর থেকে উড্ডয়নের পর সমুদ্রে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছ।

স্থানীয় সময় শুক্রবার রাতে ‘চুরি’ যাওয়া উড়োজাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা জানায়,
একজন পাইলট অনুমতি ছাড়াই বিমানটি নিয়ে উড়ায় দেয়। পাইলটের পরিচয় প্রাথমিকভাবে জানা না গেলেও সে বিমানেরই একজন কর্মী, বয়স আনুমানিক ২৯ বছর।

উড্ডয়নের পর বিষয়টি ধরা পড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্তৃপক্ষের কাছে। উড়োজাহাজটির পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। স্থানীয় কর্তকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিমানটি কিছু দূর গিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। পাইলটের পরিচয় ও তার অবস্থা জানা সম্ভব হয়নি। তবে সে স্থানীয় নাগরিক বলে নিশ্চিত করেছে স্থানীয় কাউন্টির শেরিফ অফিস।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন