ইসরাইলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

  11-08-2018 01:16PM


পিএনএস ডেস্ক: শুক্রবার গাজা সীমান্তে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। এতে অন্তত দু’ই ফিলিস্তিনি নিহত এবং তিন শতাধিক আহত হয়েছেন।

৩০ মার্চ শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি সেনাদের গুলিতে এ নিয়ে ১৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১৬ হাজারের বেশি আহত হয়েছেন। খবর আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা বলেছে, সর্বশেষ যে দু’ইজন নিহত হয়েছেন তার মধ্যে একজন স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে ইসরাইলের দাবি, গাজা থেকে রকেট নিক্ষেপের প্রতিবাদে ওই হামলা চালানো হয়েছে। ইসরাইলি সেনারা দাবি করেছে, গাজা থেকে ইসরাইলের ভেতর অন্তত ১৮০টি রকেট ছোড়া হয়েছে।

তবে এতে মাত্র একজন ইসরাইলি সামান্য আহত হয়েছেন। আর ইসরাইলি বিমান হামলায় এক গর্ভবর্তী মা ও তার ১৮ মাসের শিশু নিহত হয়েছে। এর আগে মঙ্গলবারও ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের দু’ই সদস্য নিহত হয়।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন