তুরস্কের পণ্যে দ্বিগুণ ট্যাক্স বসাল যুক্তরাষ্ট্র!

  11-08-2018 06:45PM

পিএনএস ডেস্ক : চীনের পর এবার তুরস্কের সঙ্গে বাণিজ্যবিরোধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক থেকে আমদানি করা পণ্যে দ্বিগুণ ট্যাক্স বসালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার এ বিষয়ে সিদ্ধান্ত জানান প্রেনিডেন্ট ট্রাম্প। নতুন সিদ্ধান্তে তুরস্ক থেকে আমাদনি করা অ্যালুমিনিয়ামে ২০ শতাংশ ও স্টিলে ৫০ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে।

এ সময় ট্রাম্প বলেন, আমি তুরস্ক থেকে আমদানি করা পণ্যে কর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্য কমার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শুধু তাই নয়, রাশিয়ার পণ্যেও বাড়তি শুল্ক বসিয়েছেন ট্রাম্প।

তবে বিশ্লেষকরা মনে করছেন, ডলারে কথা বললেও বাস্তবে এর পেছনে উভয় দেশের দ্বন্দ্ব কাজ করছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন