‘বাংলাদেশের মুসলমানরা অনুপ্রবেশকারী, হিন্দুরা নাগরিকত্ব পাবে’

  12-08-2018 01:19PM


পিএনএস ডেস্ক: শনিবার কলকাতায় এক জনসভায় এমনই বার্তা দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

তিনি বলেন, আফগানিস্তান, পাকিস্থান, বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, আর বাংলাদেশ থেকে যে মুসলিমরা এ দেশে ঢুকেছেন, তারা ধর্মীয় কারণে বাংলাদেশে কোনও সঙ্কটের মধ্যে ছিলেন না, তা সত্ত্বেও ভারতে এসেছেন বাংলাদেশ থেকে আসা মুসলিমরা হলেন অনুপ্রবেশকারী।

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এ রাজ্যের বৈধ নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে জানান বিজেপি সভাপতি।

তিনি আরো বলেন, অনুপ্রবেশের চাপে এ রাজ্যের মানুষ অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি অভিযোগ তুলে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই পশ্চিমবঙ্গে সন্ত্রাস ছড়াচ্ছে, বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে।

বাংলার সুরক্ষা এবং বাংলার বৈধ নাগরিকদের অধিকার রক্ষার স্বার্থে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে হবে। তথ্য সূত্র: আনন্দ বাজার

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন