পিএনএস ডেস্ক : বুরকিনা ফাসোতে একটি গাড়িবহরে বোমা হামলা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গুরমায় এ হামলার ঘটনায় ছয় জন নিহত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গাড়িবহরটি একটি স্বর্ণ খনিতে যাওয়ার পথে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে পাঁচ সেনা ও এক বেসামরিক লোক নিহত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
প্রসঙ্গত, সম্প্রতি বুরকিনা ফাসোতে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরুতে দেশটির সামরিক বাহিনীর সদর দপ্তর ও ফরাসি দূতাবাসে হামলা চালায় দুর্বৃত্তরা।
পিএনএস/এএ
বুরকিনা ফাসোতে একটি গাড়িবহরে বোমা হামলায় ৫ সেনা নিহত
