ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা করায় ইসরাইলেই বিশাল বিক্ষোভ

  13-08-2018 06:47AM

পিএনএস ডেস্ক: ইসরাইলকে ‘ইহুদি রাষ্ট্র’ ঘোষণা করায় খোদ ইসরাইলেই বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। ইহুদিবাদী দেশটির রাজধানী তেলআবিবের রবিন স্কোয়ারে শনিবার আবর ইসরাইলিরা ওই বিক্ষোভ মিছিল বের করেন। খবর আনাদোলুর।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে গত মাসে দেশটিকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দিয়ে আইন পাস করার প্রতিবাদে দেশটিতে বসবাসকারী ফিলিস্তিনিদের তদারকি করা আরব নাগরিক কমিটি ওই প্রতিবাদসভার ডাক দেয়।

ইসরাইলি পার্লামেন্টের একাধিক ফিলিস্তিন বংশোদ্ভূত এমপি ওই প্রতিবাদসভায় অংশ নেন। এদের মধ্যে জামাল জাহালকা, মাসুদ ঘানাইম, সাবেক এমপি মো. বারাকেহ ও দেশটির আরব কমিউনিটি কাউন্সিলের নেতা ইভা ইলোজসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এমপি মাসুদ ঘানাইম বলেন, নতুন এ আইনটি দ্রুত রহিত করতে হবে। কারণ এতে দেশটিতে অন্য ধর্মাবলম্বীরা বৈষম্যের শিকার হবেন। দেশের নাগরিকদের এ বৈষম্য দূর করতে বিতর্কিত আইনটি বাতিল করতে হবে। এ প্রতিবাদসভা থেকে আমরা সরকারকে এ বার্তাই দিলাম।

নেসেটে পাস করা নতুন আইনে ইসরাইলকে ইহুদি রাষ্ট্র ঘোষণার পাশাপাশি অবিভক্ত জেরুজালেমকে দেশটির রাজধানী এবং হিব্র“কে রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

ইসরাইলে জনসংখ্যার ২০ শতাংশ ফিলিস্তিনি। এরা সেখানে আরব ইসরাইলি হিসেবে পরিচিত। এদের মধ্য থেকে দেশটির পার্লামেন্ট নেসেটের সদস্যও নির্বাচিত হন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন